আজ নাকাশীপাড়ায় একটি রক্তদান শিবিরে এসেছিলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সভার শেষে তিনি পরিদর্শনে যান বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগার লাইব্রেরিতে। শততম বর্ষে পা রাখতে চলেছে বেথুয়াডহরি লাইব্রেরী।লাইব্রেরীতে প্রবেশ করে তিনি মুগ্ধ হয়ে যান। পরাধীন ভারতে ১৯২৯ সালে এই দেশ বন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠা হয়।বিধায়কেসম্বর্ধনা জানানো হয় বন্ধু স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। কি বললেন তিনি শুনে নেব তার কাছে