শিলচর: মেঘালয়ে টপসেম সিমেণ্ট কোম্পানির আবাসন থেকে কাটিগড়ার বরইতলির মা সহ দুই শিশুর মরদেহ উদ্ধার
Silchar, Cachar | Sep 15, 2025 মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির আবাসন থেকে উদ্ধার হলো একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ। মৃতরা হলেন কাটিগড়া বরইতলির গৃহবধূ রিপ্পা দাস তাঁর দুই কন্যা ৫ বছরের অর্পিতা দাস এবং ছয়মাসের পঞ্চমী দাস। পরিবার সূত্রে জানা গেছে, মৃত রিপ্পার স্বামী অর্পন দাস দীর্ঘদিন ধরে টপসেম সিমেন্ট কোম্পানিতে কর্মরত। কাজের সুবাদে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি আবাসনেই থাকতেন। কাটিগড়ার কালাইন থানার অন্তর্গত বরইতলি গ্রাম তাঁদের মূল বাড়ি।