উদয়পুর: ভূমি পূজা দিয়ে উদয়পুর পৌর পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় Sewage Treatment Plant (STP) নির্মাণ কাজ
Udaipur, Gomati | Sep 15, 2025 ভূমি পূজা দিয়ে উদয়পুর পৌর পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় Sewage Treatment Plant (STP) নির্মাণ কাজের শুভ সূচনা করলেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, উপস্থিত ছিলেন গোমতি জেলার জেলা শাসক ও সমাহতা রিঙ্কু লাথের, উদয়পুর পৌর পরিষদের সহকারী পৌরপিতা প্রদীপ দেবনাথ, সহকারী কার্যনির্বাহী আধিকারিক জেকলো দেববর্মা সহ অন্যান্য।