হাড়োয়া: দামোদর নিয়ম সেবা মাস উপলক্ষে গ্ৰাম পরিক্রমা এবং নগর কীর্তন -এর আয়োজন হাড়োয়া ইসকন মঠের
দামোদর নিয়ম সেবা মাস উপলক্ষে হাড়োয়া ব্লকের হাড়োয়া ইসকন মঠের উদ্যোগ সোমবার ভোর পাঁচটা থেকে হামাদামা থেকে গ্রাম পরিক্রমা এবং নগর কীর্তন -এর আয়োজন করা হয়।গ্ৰাম পরিক্রমা হামাদামা থেকে শুরু হয়, তারপর হামাদামা মন্দির,রামনগর মঠ পরিক্রমা শেষ করে হাড়োয়া ইসকন মঠে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে কৃষ্ণ ভক্তদের উপস্থিতি অন্য মাত্রা যোগ করে