আউশগ্রাম ১: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষ্যে গুসকরায় সেবা সপ্তাহ পালন করল বিজেপি, উপস্থিত জেলার সাধারণ সম্পাদক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষ্যে বুধবার গুসকরায় সেবা সপ্তাহ পালন করল বিজেপি। তাদের উদ্যোগে শহরের শিরিষতলা এলাকায় এদিন আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ পথচলতি শতাধিক মানুষকে টিফিন করানো হয়। প্লেটে করে তাদের হাতে ফ্রায়েড রাইস ও আলুর দম তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীনেশ সাঁতরা,বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার, গুসকরা নগর মন্ডলের সভাপতি দেবযানী গড়াই সহ অনান্যরা।