আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আগামী একুশে ডিসেম্বর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের মুন্সির মাঠে জনসভার ডাক দিলেন। তিনটি অঞ্চলের চন্দনেশ্বর টু শাকশহর ও তারদহ নিয়ে এই সভা করার কথা জানান তিনি।পাশাপাশি ভাঙ্গড় কলেজ এর নবীনবরণ ও আনন্দ লহরী উৎসবে ছাত্র-ছাত্রীদের নোংরামো বলে একটু ভিডিও ভাইরাল করা হয়েছিল সেই ভিডিও সম্পূর্ণ ফেক এবং সেটি বাংলাদেশের একটি ভিডিও বলে দাবি করলেন ক্যানিং পূর্বের ব