পাথরপ্রতিমা: পাত্থরপ্রতিমার বালির পাড়ে মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম বৈদ্যর মোড়ের এক বাসিন্দা বৃদ্ধের মৃত্যু হল হাসপাতালে
গতকাল অর্থাৎ ২৪ অক্টোবর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের বালির পাড়ে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যর মোড় এলাকার এক বাসিন্দা,গভীর রাতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে তার মৃত্যু হয়,পুলিশ তার দেহটিকে উদ্ধার করে আজ অর্থাৎ ২৪ অক্টোবর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্ পাঠায়