দুবরাজপুর: দুবরাজপুরের রবীন্দ্রসদনে আগুন, খোলা মাঠেই সম্পন্ন তৃণমূলের বিজয়া সম্মিলনী
দুবরাজপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আয়োজিত হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। প্রথমে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল দুবরাজপুর পৌরসভার রবীন্দ্রসদন অনুষ্ঠান ভবনে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই হঠাৎ আগুন লাগে রবীন্দ্রসদন ভবনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অনুষ্ঠানের সময় নষ্ট না করে শেষ পর্যন্ত তৃণমূল কর্মী-সমর্থকেরা ভবনের বাইরে খোলা মাঠেই সম্পন্ন করেন।