আউশগ্রাম ১: পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে গুসকরায়, সেই উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হল
পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের ১৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে গুসকরায়। সেই উপলক্ষ্যে রবিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল গুসকরা শিশুমন স্কুলে। এলাকার তিন শতাধিক ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মুন্সী মোশারফ হোসেন, সিপিআইএমের গুসকরা এরিয়া কমিটির সম্পাদক এরফান শেখ, সংগঠনের অভ্যর্থনা কমিটির সভাপতি বিনোদ চৌধুরী ও সম্পাদক দীপঙ্কর মণ্ডল সহ অনান্যরা।