দুবরাজপুর: আইপিএল এবার বীরভূমে! ইসলামপুর প্রিমিয়ার লীগে উন্মাদনা তুঙ্গে
বীরভূমের দুবরাজপুরে ফের বইছে ক্রিকেটের জোয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আদলে এবার অনুষ্ঠিত হতে চলেছে ইসলামপুর প্রিমিয়ার লীগ (আইপিএল) সিজন টু। গত বছরের সাফল্যের পর দ্বিতীয় বছরে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করছে দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের একদল উৎসাহী যুবক।