ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। হুমায়ুন কবির জানান, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠনের ঘোষণা করবেন। পাশাপাশি ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদ’ তৈরির কথাও প্রকাশ্যে বলেন তিনি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে মুর্শিদাবাদে রাজনৈতিক তপ্ততা তৈরি হয়েছে। যদিও জেলা বিজেপির সম্পাদক বলেন তৃণমূলের ভেতরে চরম অস্থিরতা চলছে।