সাগর: কপিলমুনি মন্দিরে পূজো দেওয়ার জন্য উপচে পড়ার ভিড় ভক্তদের
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে আর সন্ধ্যা সাতটা থেকে দেখা গেল উপচে পড়ার ভিড় কপিলমুনি মন্দিরে পূজো দেওয়ার জন্য শুধু এলাকার মানুষ জন্য এলাকায় ছাড়া বিভিন্ন এলাকা থেকে মানুষের আগমন এই কপিলমুনি মন্দিরে পূজা দেওয়ার জন্য তবে কিছুদিন পরেই রয়েছে 2026 এর গঙ্গাসাগর মেলা তার আগে প্রশাসন তৎপর রয়েছে নদী বাঁধ থেকে একাধিক কাজগুলি সমাপ্ত করার জন্য।।