সিউড়ি ১: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দুই সহপাঠীর বিরুদ্ধে, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে JJB তে পেশ করলো পুলিশ
শুক্রবার দিন সিউড়ি থানা এলাকায় ১৪ বছরের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। সিউড়ি থানাতে পরিবারের লোক লিখিত অভিযোগ দায়ের করার পরেই। সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত ওই দুই নাবালকে গ্রেফতার করে শনিবার দিন সিউরির JJB তে পেশ করে।