পুরশুড়া: রামনবমীকে সামনে রেখে পুরশুড়ার বিডিও অফিস থেকে শুরু হয় সনাতনী হিন্দুদের এক বিশাল র্যালি উপস্থিত ছিলেন বিধায়ক বিমান ঘোষ
পুরশুড়ার বিডিও অফিস সংলগ্ন মেন রাস্তা থেকে পুরশুড়ার জেলেপাড়া ঢাল পর্যন্ত রামনবমীকে সামনে রেখে এক বিশাল র্যালির আয়োজন করে সনাতনী হিন্দুরা। এই র্যালিতে অসংখ্য সনাতনী হিন্দুদের সাথে হাঁটতে দেখা গেল পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার।