দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় থেকে শ্রীবাস মন্ডল নামে এক ব্যক্তিকে শনিবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশী মদ বিক্রির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে শনিবার দিন গভীর রাতে ১০.৫ লিটার বেআইনি দেশি মদ উদ্ধার করে গোসোবা থানার পুলিশ। ধৃতকে রবিবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিন দিয়েছেন রবিবার সন্ধ্যায়।