বর্ধমান ১: শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে বিজেপির সভামঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা
শুক্রবার দুপুর তিনটেয় শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে বিজেপির সভামঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। পূর্ব বর্ধমান জেলা বিজেপির ডাকে আদিবাসী নেতা তথা সংসদ সম্মানীয় খগেন মুর্মু উপর তৃণমূলের নির্মম আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভামঞ্চ থেকে বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূলকে আক্রমণ করে বললেন তৃণমূল কোন কিছু ছাড়ছে না, পায়খানা থেকেও টাকা খাচ্ছে।