ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বীরপুর রোডে। বীরপুর মিয়াপাড়া বাসীন্দা রাফিজা খাতুন মিয়াপাড়া থেকে তিনি আসছিলেন বেথুয়া ডহরিতে। আচমকা বীরপুর রোডে একটি কুকুর চলে আসায় টোটো উলটে যায়। এতে গুরুতর জখম হলে, তাকে প্রথমে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে আসা চিকিৎসার জন্য।সেখান থেকে তাকে শক্তিনগর স্থানান্তর করা হয়।