নাগরাকাটা: ঐ ফার্ম হাউস নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে,হৃদয়পুর বস্তিতে বললেন অঞ্চল সভাপতি পৃথিরাজ ছেত্রী
ঐ ফার্ম হাউস নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। ফার্মহাউসে যে কমিটি ছিলো সেটা ডিজলব করে দেওয়া হয়েছে, কমিটির কথা শোনা হয়না। দীর্ঘ দুই তিনমাস ধরে মানুষের মধ্যে ক্ষোভের দানা বাধছিল। সেই জন্য মানুষ তালা লাগিয়ে দিয়েছে বলে হৃদয়পুর বস্তিতে বললেন তৃণমূলের আংরাভাষা একনং অঞ্চল সভাপতি পৃথিরাজ ছেত্রি। ঐ রিসোর্ট নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি পৃথিরাজ ছেত্রি ঠিক কি বললেন শুনে নিন