আজ অর্থাৎ রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের মুন্সির মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হল। মোট তিনটি অঞ্চল যথাক্রমে চন্দনেশ্বর 2, তারদাহ এবং শাকসহর অঞ্চল নিয়ে আজকের এই সভাটি ছিল। সেখানে এস আই আর এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ খুললেন এলাকার বিধায়ক শওকত মোল্লা পাশাপাশি তিনি বলেন ভোটের বাক্সে বিজেপিকে বঞ্চিত করে কঠোর জবাব দিতে হবে।