বলরামপুর: কালীপুজোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা হাঁসপুর মোড়ে, গুরুতর জখম ২ যুবক
চার নম্বর রাজ্য সড়কের ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর যখন ২ যুবক। পুলিশের তৎপরতায় আনা হলো স্থানীয় বাঁশগড় হাসপাতালে। যখম দুই যুবকের নাম রামকৃষ্ণ মাহাতো এবং ললিত মাহাতো। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামশেদপুরে পাঠানো হয়েছে।