দেগঙ্গা: এস আই আর মানুষকে ভয়-ভীতি দেখানো এবং বিভ্রান্ত করার একটা চক্রান্ত, দাবি দেগঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুরের
তৃণমূল হেরে যাবে বলেই এসআই আর এর বিরোধিতা করছে। বিজেপির এই দাবির তীব্র বিরোধিতা করলেন দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক প্রতিক্রিয়ায় আনিসুর বলেন ২০০৩ সালে যে sir হতে দু'বছর সময় লেগেছিল সেই এসআই আর করতে নির্বাচন কমিশনের কাছে কি এমন মেশিন আছে যে ২৪ মাসের এস আই আর কে তিন মাসে সম্পন্ন করবে। এটা মানুষকে ভয়-ভীতি দেখানো এবং বিভ্রান্ত করার একটা চক্রান্ত বলে দাবি করেন আনিসুর।