গোসাবা ব্লকের বিপ্রদাসপুর GPর চন্ডিপুরে কৌস্তভ বাগের বাড়ি থেকে হোগল নদীর বাঁধ পর্যন্ত ২০৭মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন বিপ্রদাসপুর GP প্রধান মুন্না সরকার মন্ডল।পাশাপাশি এদিনের এই রাস্তার কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কোয়াডিনেটর তথা গোসাবা ব্লক তৃনমূল নেতা অমরেশ মন্ডল সহ অঞ্চল নেতৃত্বরা। চন্ডিপুরে কৌস্তভ বাগের বাড়ি থেকে হগোল নদীর বাঁধ পর্যন্ত এই রাস্তা করতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করা হবে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে