পিংলা: কালীতলায় পিংলা বাজার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দুর্গাপূজো উদ্বোধন করলেন বিধায়ক অজিত মাইতি
রবিবার রাত্রি নটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কালিতলা এলাকায় পিংলা বাজার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এ বছরের দুর্গা পুজো উদ্বোধন করলেন পিংলার বিধায়ক অজিত মাইতি।ফিতে কেটে প্রদীপ প্রজ্জলন করে এই পূজোর উদ্বোধন করেন অজিত মাইতি। এই পুজো কমিটির পুজোতে মন্ডপ এবং প্রতিমায় রয়েছে থিমের ছোঁয়া। উদ্বোধনের পরেই দর্শনার্থীদের ভিড় এই পূজা মন্ডপে।