এগরা ১: "নাগরিকত্ব প্রমাণের জন্য SIR নিয়ে যা করা হচ্ছে তা একটি অসংবিধানিক কাজ" এগরাতে বললেন ডাঃ কুনাল সরকার
এগরাতে রোগী দেখতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোনাল সরকার এসআইআর ও দিল্লি বিস্ফোরণ নিয়ে রীতিমতন আশঙ্কা প্রকাশ করেন এসআইয়ারের আতঙ্ক অনেকে হৃদরোগে মারা যাচ্ছেন এই সম্পর্কে ডাক্তার সরকার কে প্রশ্ন করা হলে তিনি বলেন এসআইয়ারের আতঙ্ক বলে যারা মারা গেছেন তাদের হয়তো আমি দেখিনি |মানুষের দুশ্চিন্তা আতঙ্কের কারনের অভাব নেই |তবে নাগরিকত্ব প্রমাণের জন্য এসআর নিয়ে যা করা হচ্ছে তা একটি অসংবিধানিক কাজ।