মন্তেশ্বর: কুচুটে ৯ মাসের গর্ভবতী মহিলার মৃত্যু
বুধবার ভোরে কুচুট এলাকার গন্ধর্বপুরের ৯ মাসের গর্ভবতী মহিলার শারীরিক অসুবিধা হওয়ার কারনে পাহাড়হাটী হাসপাতালে নিয়ে আসলে পরিস্থিতি খারাপ হওয়ায় বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ৯ মাসের গর্ভবতী মহিলার। মৃতের নাম দেবী কিস্কু বয়স আনুমানিক ২৩ বছর। স্বামীর নাম রূপচাঁদ কিস্কু। বাড়ি হুগলি জেলার গুড়াপে। পরিবার সূত্রে জানা যায় গর্ভবতী হওয়ায় শশুরবাড়ি থেকে কুচুটে বাপেরে margg5y