ঝাড়গ্রাম: গাছে পেরেক পুঁতে হোডিং, কলাবনি, শালবনি, জিতুশোল পর্যন্ত রাজ্য সড়কে দুই পাশে হোডিং উচ্ছেদ করল বন দপ্তর
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝাড়গ্রাম বন বিভাগের তরফ থেকে হোডিং উচ্ছেদের অভিযান চালানো হয়। জানা গিয়েছে, লোধাশুলি থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের দুই পাশে একাধিক শাল গাছে হোডিং লাগানো ছিল। এদিন কলাবনির মোড় থেকে শুরু করে শালবনি, জিতুশোল পর্যন্ত রাস্তার দুই পাশের গাছে থাকা হোডিং গুলি খুলে ফেলা হয় বনদপ্তরের তরফ থেকে।ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন,"আমরা এদিন রাজ্য সড়কের দু'পাশে থাকা গাছ গুলি থেকে হোর্ডিং সরিয়েছি"।