ফলতা: ঘনশ্যামপুর শ্মশান ও কালী মন্দির উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বড়মা মন্দিরের পুন:আগমন উৎসব উপস্থিত জাহাঙ্গীর খান।
ফলতা বিধানসভার অন্তর্গত বঙ্গনগর-১ অঞ্চলের ঘনশ্যামপুর শ্মশান ও কালী মন্দির উন্নয়ন পর্ষদের পরিচালনায় শ্রী শ্রী বড়মা মন্দিরে পুনঃআগমন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হন ফলতা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান এছাড়া উপস্থিত ছিলেন গ্রামবাসীবৃন্দরা।