পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কুমারয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শংকর মান্না'র বাড়ি থেকে জয়দেব হাইত-এর বাড়ি পর্যন্ত পথশ্রী-৪ প্রকল্পে কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ এর শুভ সূচনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে,পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু সহ অন্যান্য অধিকারীক গন। কুমারয়াড়া গ্রাম পঞ্চায়েতর এই রাস্তাটি বেহাল ছিল এলাকার মানুষের দাবি