স্বরূপনগর: হাকিমপুর এলাকায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ: তদন্তের দাবি
বিথারী হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথে রেহেনা খাতুন নামে এক মহিলার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে। প্রায় ৮ বছর আগে পাসপোর্টে ভারতে আসা রেহেনা খাতুন ও তাঁর মেয়ে রজনী খাতুন ভারতেই বাড়ি করে বসবাস করছেন। অভিযোগ, রেহেনা খাতুন স্থানীয় আলতাফ সরদারকে বাবা সাজিয়েছেন। তবে আলতাফ সরদারের ছেলে আলী হোসেন রবিবার সকাল 11 টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওই নামে কাউকে তারা চেনেন না, এবং তার বাবাও এখন এলাকায় থাকেন না। আলী হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এক ব্যক্ত