হাড়োয়া: ঘুসিঘাটা ফুটবল মাঠে 8 দলীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন
হাড়োয়া ব্লকের কুলটি গেট মিলনী ক্লাবের পরিচালনায় এক দিবসীয় আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে আগামী ৭ই ডিসেম্বর ঘুসিঘাটা ফুটবল মাঠে,রবিবার লটারির মাধ্যমে আটটি দলকে নির্বাচিত করেছেন উদ্যোক্তারা তার পাশাপাশি সোমবার রাত আটটা নাগাদ একটি প্রস্তুতি সভা সেরে ফেললেন মূল উদ্যোক্তা বাহার আলী মোল্লা সহ অন্যান্য কর্মকর্তারা।