বোলপুর-শ্রীনিকেতন: দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ, বোলপুর SDPO অফিসে চলছে প্রস্তুতি
অনুব্রত মণ্ডলের আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ। তারপরই পুলিশ চারটি ধারায় মামলার রুজু করেছে আর অনুব্রত মণ্ডল প্রথম বারের হাজিরা নোটিশ এড়িয়েছেন আসেননি, দ্বিতীয়বারে নোটিশ পাঠানো হয়েছে রবিবার বেলা ১১ টায় হাজিরা হওয়ার জন্য। এবার ওকে তিনি আসবেন না ? কিন্তু পুলিশী তৎপরতা তুঙ্গে বোলপুরের এসডিপিও অফিসে।