হেমতাবাদ আদর্শ বিদ্যালয় এর শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। হেমতাবাদ থানা ময়দানে মোট ৬৪টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দৌড়, লম্ফন, হাই জাম্প, লংজাম্প, যেমন খুশি সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঠমুখি করতে এই উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান।