হেমতাবাদ: হেমতাবাদে থানা মাঠ ঘেরাও করতে অর্থ বরাদ্দ
প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্বে হেমতাবাদ থানার সামনে গেট তৈরির পাশাপাশি হেমতাবাদ থানার চারিদিকে সুউচ্চ প্রাচীর তৈরির কাজের শুভ সূচনা করা হল বৃহস্পতিবার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের আর্থিক বরাদ্দে নির্মিত হবে হেমতাবাদ থানার সীমানা প্রাচীর ও থানার গেট৷