দেগঙ্গা: ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে গঙ্গা ব্লক জুড়ে শুরু হল প্রবল বৃষ্টি, ব্যাহত জনজীবন
ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দেগঙ্গা ব্লক জুড়ে শুরু হল প্রবল বৃষ্টি। বুধবার বেলা ১১ঃ ০০ টা থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে নাজিহাল হতে হয়েছে পথ চলতি মানুষকে। ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার থেকেই মান্থার প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মঙ্গলবার বিকেলেও কিছুটা বৃষ্টি হয়েছিল। বুধবার সকাল থেকে রোদ উঠলেও পরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এগারোটা নাগাদ শুরু হয় প্রবল বৃষ্টি।