জামবনি: জামবনিতে SIR নিয়ে বিশেষ বৈঠক তৃনমূলের, উপস্থিত বিধায়ক, তৃনমূলের ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা
বুধবার জামবনি ব্লকের,জামবনিতে,ব্লক তৃনমূলের পক্ষথেকে SIR নিয়ে আয়োজিত হল এক বিশেষ বৈঠক। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বৈঠকটি। উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি সহ জামবনি ব্লক তৃনমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা।