চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও সাইকেল উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম বিজয় রায়। তার বাড়ি ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, গত ৫ নভেম্বর ময়নাগুড়ির শুভঙ্কর তরফদার নামে এক যুবক বটেশ্বর মন্দিরের পাশে সাইকেল এবং ল্যাপটপ রেখে ঠাকুর প্রণাম করতে যান। এরপর তিনি ঘুরে এসে দেখতে পান সাইকেলে রাখা ল্যাপটপের ব্যাগ এবং সাইকেল দুটোই নেই। সেদিনই তিনি ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।