নাকাশিপাড়া বেথুয়াডহরি উৎসব বেথুয়া ডহরি রেল স্টেশন সংলগ্ন জুনিয়ার ঈস্ট বেঙ্গল মাঠে দশদিনের উৎসব মেলার শেষে বস্ত্র দানে উপস্থিত নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কনিষ্ক চ্যাটার্জী। শীতবস্ত্র কম্বল এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি বিতরণ করা হয়। কনিষ্ক চ্যাটার্জি দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন। তার সাথে ছিলেন নাকাশীপাড়া অঞ্চল যুব সভাপতি বাশির শেখ।