ভাঙড় ২: ভাঙ্গড়ের তৃণমূল কর্মীদের উপরে হামলার প্রতিবাদে মিছিলের ডাক দিলেন শওকত মোল্লা
গতকাল রাতে ভাঙ্গড় বিধানসভার শানপুকুর অঞ্চলের ছেলেগোয়ালিতে তৃণমূলের কয়েকজন কর্মীর উপর আক্রমনের অভিযোগ ওঠে ISF এর বিরুদ্ধে, তারই প্রতিবাদে, আগামী 24 তারিখ শুক্রবার বৈকাল ৩টে নাগাদ তৃণমূলের ডাকে প্রতিবাদ মিছিল হতে চলেছে, আজ অর্থাৎ বুধবার বিকাল সাড়ে ৪ টে নাগাদ বিজয়গঞ্জ পার্টি অফিসে শানপুকুর অঞ্চল কমিটির সদস্যদের নিয়ে তারই প্রস্তুতি ও সাংগঠনিক মিটিং করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।