ডেবরা: কোনকপুর থেকে সাঁতার কেটে কাঁসাই নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হল নন্দবাড় এলাকায়
বৃহস্পতিবার বিকেলে ডেবরার কনকপুর এলাকায় খেলা দেখে কাঁসাই নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় জলে তলিয়ে যায় এক ব্যক্তি। তারপর শুক্রবার দিনভর এমডিআরএফ এবং ডেবরা থানার পুলিশ ভোট নিয়ে নদীতে চালায়। শুক্রবার দিন ভর কোন মৃতদেহ উদ্ধার হয়নি। অবশেষে শনিবার বিকেল চারটে নাগাদ ডেবরা নন্দ বার এলাকা থেকে ওই ব্যক্তির ভিতরে উদ্ধার করে পুলিশ। এবং মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়।