কোতুলপুর: কোতুলপুরে মোটরবাইক ও টলির সংঘর্ষে দুই আহত, আশঙ্কাজনক বাইক আরোহী
*কোতুলপুরে মোটরবাইক ও টলির সংঘর্ষে দুই আহত, আশঙ্কাজনক বাইক আরোহী* *বাঁকুড়া,কোতুলপুর*:-বাঁকুড়া জেলার কোতুলপুর থানার রামচক মোড় এলাকায় একটি মোটরবাইক ও টলির সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একই দিক থেকে আসছিল মোটরবাইক ও টলি। হঠাৎই মোটরবাইকটি সজোরে টলির পিছনে ধাক্কা মারে, ফলে মোটরবাইক চালক ছিটকে দূরে গিয়ে পড়েন। সংঘর্ষের তীব্রতায় টলি ও মোটরবাইক দুটিই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌ