ভরতপুর ১: সংহতি দিবস বনাম বাবরি ভিত্তিপ্রস্তর! ভরতপুরের বিধায়কের সিদ্ধান্তে নতুন জল্পনা
৬ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী। এমনটাই জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দুপুরে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৬ই ডিসেম্বর সংহতি দিবসের তিনি এবার উপস্থিত থাকছেন না বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিধায়ক। বিধায়ক সংহতি দিবসের বদলে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে যোগ দেবেন।