গোপীবল্লভপুর ১: ডাক সংক্রান্তি উপলক্ষে প্রাচীণ রীতিমেনে গোপীবল্লভপুরের বর্গীডাঙ্গা,ও আলমপুরের কুন্ডু পাড়াতে ঘট উত্তোলন করে হল মনসা পুজো
রীতি মেনে শনিবার ডাক সংক্রান্তির দিন গোপীবল্লভপুরের একাধিক গ্রামে মনসা পুজার ঘট উত্তোলন করা হল। বিকালে গোপীবল্লভপুরের বর্গিডাঙ্গা, কাপাশিয়া ও আলমপুর কুন্ডু পাড়া গ্রামে মনসা পুজার ঘট উত্তোলন হয়। সুবর্ণরেখা নদী থেকে শোভাযাত্রা সহকারে সর্প দেবীর ঘট উত্তোলন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন প্রচুর সাধারণ মানুষ। রাস্তার মনসা মায়ের নাম গান করতে করতে মন্দিরে ঘট আনা হয়।