দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা পাশাপাশি গঙ্গাসাগরে বৃহত্তম আরেকটি মেলা হল নাগমেলা সেই নাক মেলা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই তবে আজ সন্ধ্যে সাতটা থেকেই নাগ দেবতার সন্ধ্যা আরতি সহ দেব দেবীর যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় জমেছে এই নাক মেলায় শুধু এলাকার মানুষজন নয় এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজনের।।