গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিস সংলগ্ন মাঠে শুরু হল ৩ দিনের জয় জোহার মেলা,উপস্থিত মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলাশাসক
ব্রিটিশ বিরোধী মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা ১৫১ তম জন্মদিনে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা।জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিস সংলগ্ন মাঠে শুরু হয়েছে তিন দিনের এই মেলা। শনিবার দুপুর ৩ টা নাগাদ প্রথম দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা,ঝাড়গ্ৰাম জেলার জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর আইএএস, ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন,জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি প্রমুখ।