ভগবানগোলা ২: ভোট চুরির প্রতিবাদে ভগবানগোলা-২ ব্লক কংগ্রেসের গণ স্বাক্ষর অভিযান সন্ধ্যা ৭ টা পর্যন্ত
সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভগবানগোলা-২ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হলো “ভোট চুরির প্রতিবাদে গণ স্বাক্ষর অভিযান”। “ভোট চোর গদি ছোড়” – এই স্লোগানকে সামনে রেখে খড়িবোনা ও নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, বিশেষ করে নসিপুর হাই স্কুলের পাশে, সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই গণ স্বাক্ষর কর্মসূচি। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত আন্দোলনে। এদিন উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভ