মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ সীমান্তে বাংলাদেশী দুস্কৃতিদের হাতে অপহৃত এক বিএসএফ জওয়ান, মুখে কুলুপ বাহিনীর
মেখলিগঞ্জ সীমান্তে অপহৃত বিএসএফ জওয়ান, মুখে কুলুপ বাহিনীর। ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্তে সক্রিয় পাচারকারীদের হাতে অপহৃত হলেন এক বিএসএফ জওয়ান। অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি জলপাইগুড়ি সেক্টরের অধীন অর্জুন সীমা চৌকিতে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে টহল চলাকালীন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার মধ্যে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা তাঁকে অস্ত্রসহ অপহরণ করে।