রঘুনাথপুর ২: ইছর গ্রামে মহিলার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের ইছর গ্রাম থেকে এক মহিলার ফাঁস লাগানো মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মৃত ঐ বছর ২৯এর মহিলার নাম বেলি বাউরি।তার বাড়ি সাঁওতালডি থানার ভোজুডি পুলিশ ফাঁড়ির অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের ইছর গ্রামে। মৃত মহিলার স্বামী মন্টু বাউরি সহ পরিবারের আত্মীয়রা জানান, শুক্রবার দুপুরে তারা মাঠে গিয়েছিল ধান কাটতে।ঐ সময় বেলি বাউরি ও তার ১০বছরের পুত্র সন্তান বাড়িতে ছিল।