মাটিয়ালি: হনুমান জয়ন্তী উপলক্ষে মেটেলি বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো,
হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো। বুধবার মেটেলি মহাবীর আখড়া কমিটির তরফে মেটেলি বাজারে হয় ওই শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রাটি মেটেলি মহাবীর আখড়া থেকে বের হয়ে সম্পূর্ণ মেটেলি বাজার এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রাকে কেন্দ্র করেছিল কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও। এ দিনের এই শোভাযাত্রায় মেটেলি বাজারের বহু পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে।