বাসন্তী : বাসন্তী থানার সজনে তলা গ্রামের মোরসেলিম সরদার নামে বছর কুড়ি এক মহারাষ্ট্রে পাথর কাটার কাজে যায় গত ডিসেম্বর মাসের ১৯ তারিখে এলাকার মানুষদের সঙ্গে। পরিবারের এক মাত্র উপার্জন ছিল মোরসেলিম। সেখানে কাজে গিয়ে গত চার দিন আগে সে নিখোঁজ হয় বলে জানায় পরিবার। এরপর সেখানে থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। আজ একটি জঙ্গলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এই ঘটনার খব