হলদিবাড়ি: চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে ঢুকল ভুটানগামী ট্রানশিপমেন্ট কার্গো, জট কাটতেই স্বস্তি ব্যবসায়ী মহলে
চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে ঢুকল ভুটানগামী ট্রানশিপমেন্ট কার্গো, জট কাটতেই স্বস্তি ব্যবসায়ী মহলে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে পাঠানো ট্রানশিপমেন্ট পণ্যবাহী কার্গোটি অবশেষে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেছে। গত চার দিন ধরে ‘রোড পারমিট’–সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে থাকার পর সোমবার বিকালে ভারতীয় কাস্টমস ও বাংলাদেশের কাস্টমস একসাথে বৈঠক করে ।